সাকী
হাফিজের গজল ১ আসো সাকী, আসো গ্লাস নিয়ে, হাতে হাতে দাও তুলে,প্রেম ভাবতাম সোজা, পরে পড়লাম কি মুশকিলে।তোমার কোঁকড়া চুল থেকে ভোরের বাতাসে আসাকস্তুরীর সুবাস কি রক্তের বন্যা বহায় দিলে!জানের মঞ্জিলে বলো কিসের সুখ, কিসের শান্তি,যদি ঘণ্টা ফরিয়াদ করে, মাহমিল নাও তুলে।মাজিপীর যদি চায় মদ দিয়ে রাঙাও মাদুর,পথিক জানে কি পথ ও পাথেয় আছে এ […]